নওগাঁর নিয়ামতপুর উপজেলার গোকুল পুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
মোঃ আব্দুল আজিজ নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি:নওগাঁর নিয়ামতপুর উপজেলার গোকুল পুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ১লা জানুয়ারী ২০২৫ ইংরেজী সালের পূর্বের শিক্ষা কাঠামোর আলোকে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাপনায় ও সরকারের অর্থায়নের মাধ্যমে নতুন বই বিতরণ করা হয়েছে । গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল আজিজ শেখ ,প্রধান শিক্ষক তিনার বক্তব্যে বলেন আগের শিক্ষা ব্যবস্থা ছিল যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ।ঐ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে ও প্রকৃত জ্ঞান অর্জন করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবক সকলের জন্য সহজতর ছিলো। পূর্বের শিক্ষা ব্যবস্থাপনা কাঠামোর আলোকে বই পেয়ে শিক্ষার্থীরা খুব খুশি । শিক্ষার্থীরা জানান যে, নতুন কারিকুলাম সম্পর্কে যে পড়াশোনা ছিলো সেটি
আমরা কিছুই বুঝতে পারতাম না, এমন কি স্যারেরাও
আমাদের কে ভালো ভাবে শেখাতে পারতেন না।বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীদের অভিভাবকেরা নতুন কারিকুলাম কে অপছন্দ করতেন । হাসিনা স্বৈরাচারী সরকারের শিক্ষা ব্যবস্থা ছিল একটি দুর্নীতি করার শিক্ষা ব্যবস্থা, যেটির মাধ্যমে নতুন কারিকুলামের শিক্ষা ব্যবস্থার নামে শিক্ষা মন্ত্রী বিভিন্নভাবে দুর্নীতি করে গেছেন। দুর্নীতিবাজ শিক্ষামন্ত্রী শুধুমাত্র তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই এই শিক্ষা ব্যবস্থা তিনি চালু করেছিলেন ।এই শিক্ষা ব্যবস্থা চলতে থাকলে বাংলাদেশ একসময় মেধাশূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই পূর্বের শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে আসার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এছাড়া ও উক্ত বই বিতরণের সময় উপস্থিত ছিলেন গোকুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম ,প্রশান্ত কুমার পাল, জামিউল ইসলাম, মোর্শেদা খাতুন প্রমুখ পরিশেষে প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কে বলেন, নতুন বই পেয়েছো নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে ।বর্তমানে তোমাদের কে বাংলা, ইংরেজী ও গণিত বই দেওয়া হলো, পর্যায়ক্রমে বাঁকি বই গুলো তোমাদের কে দেওয়া হবে ।