নওগাঁর নিয়ামতপুরে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মির্জা তুষার আহমেদ,নওগাঁ: রাস্তার পাশে দেয়াল গুলো এতোদিন সৌন্দর্য হারিয়েছিল বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের পোস্টার, নির্বাচনের বেনার, ফেস্টুন দিয়ে। সেই দেয়াল গুলোতেই শোভা পাচ্ছে শিক্ষার্থীদের উদ্যোগে রংতুলির সংমিশ্রণে নতুন এক বাংলাদেশের সৌন্দর্যপূর্ণ গ্রাফিতি এঁকে। রবিবার (১৮ আগস্ট) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন দেয়ালে শিক্ষার্থীদের রং তুলির আঁচরে প্রাণ ফিরে পেয়েছে। সৌন্দর্য বেড়েছে সদরের। গত কয়েকদিন ধরেই নিয়ামতপুর মানব কল্যাণ ছাত্রসমাজ এর উদ্যোগে উপজেলার সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের এক ঝাঁক শিক্ষার্থী নিজেদের মধ্যেই চাঁদা তুলে রং কিনে এসব গ্রাফিতি দেয়ালে ফুটিয়ে তুলছেন। সৌন্দর্যবর্ধক গ্রাফিতি অংকন পরিদর্শন করে শিক্ষার্থীদের অনুপ্রেরণা যুগিয়ে উপহার সামগ্রী বিতরণ করেছেন উপজেলার চন্দননগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ। এ সময় এক শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি বলেন,আমরা চাই সবাই আমাদের এই কাজটি দেখে উদ্ভুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করুন। বদিউজ্জামান বদি আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনিও চান যে সকলে দেশের জন্য একত্রে হয়ে কাজ করুন।

এই বিভাগের আরও সংবাদ