নওগাঁয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ১ লা জুন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় সভা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

প্রতিনিধি নওগাঁ:-নওগাঁয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে সিভিল সার্জন হল রুমে এক মতবিনিময় সাভা অনুষ্টিত হয়েছে। আগামী (১ পহেলা জুনে) জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (৩য় রাউন্ড) উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে জেলা সিভিল সার্জনের কার্য্যালয়ে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন। ডিপোটি সিভিল সার্জন নোঃমনির আলী আকন্দ। এসময় আরও উপস্থিত ছিলেন, ডাঃআশিষ কুমার সরকার এমও, ডাঃজয়িতা শাহা, ডি এম এসও, ডাঃরিফাত হাসান এম এস এস, আবুবক্কর সিদ্দিক সভাপতি প্রেস ক্লাব, মোঃ খোরশেদ আলম সভাপতি মফস্বল সাংবাদিক ইউনিয়নে, এম আর রকি, সাঃসম্পাদক টিভি অনলাইন প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ার নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সিভিল সার্জন জানান, ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়নে ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৯ হাজার ৮৪০ জন স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীদের দিয়ে ৬ মাস থেকে ১১মাস বয়সী ৩১ হাজার ৭৩৭ জন শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৯৬২ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও শিশুর বয়স ৬ মাস পুর্ন হলে মায়ের বুকের দুধের পাশাপাশি পরিমানমত ঘরে তৈরী সুষম খাবার খাওয়ানোর আহবান জানান। এসময় নওগাঁ জেলার চিকিৎসা খাতে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন সাংবাদিক বৃন্দ। সাপাহার উপজেলার এক চিকিৎসক ডাঃতৌফিক এলাহি নিয়ে প্রশ্ন উঠে তার বিরুদ্ধে নিশা গ্রস্ত অবস্থায় চিকিৎসা দেওয়ার কারনে সাপাহার থানায় জিডি হয়েছে এবং সে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ক্লিনিকে সবধরনের অপারেশন করে কিন্তু তার কোন এনেস্তেসিয়া ডাক্তার প্রয়জন হয় না। সাংবাদিক তাকে প্রশ্ন করলে সে সকল সাংবাদিক কে ধুমকি হুমকি দেয়। সিভিল সার্জন ডাঃনজরুল ইসলাম বলেন আমি পর্যায় ক্রমে এদের বিরুদ্ধে ব্যাবস্হা নিব এবং সু-চিকিৎসা নওগাঁর মানুষের দোড় গোড়ায় পৌঁছাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ