নওগাঁয় বিএনপি নেতাকে অব্যাহতি
ইপেপার / প্রিন্ট
নওগাঁর রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেদারুল ইসলামকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, কাশিমপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসাররফ হোসেন বলেন, “সম্প্রতি বেদারুল ইসলাম তার ফেসবুক আইডিতে রাণীনগর ও আত্রাই উপজেলার বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। পাশাপাশি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কেলেঙ্কারিসহ মদ্যপ অবস্থায় পরে থাকার ছবি ভাইরাল হয়। এছাড়াও, আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রাখারও প্রমাণ পাওয়া গেছে।”
তিনি আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতে গত ১৯ জুলাই বেদারুল ইসলামকে ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি হোয়াটসঅ্যাপে লিখিত জবাব পাঠান, যা দলীয় নেতৃবৃন্দ সন্তোষজনক মনে না করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপ্রাপ্ত বেদারুল ইসলাম দাবি করেছেন, “আমি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন। হার্ট অ্যাটাকের সময়কার ছবি ও পুরোনো কিছু বন্ধু-বান্ধবের ছবি বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে হেয় করা হয়েছে। আমাকে হোয়াটসঅ্যাপে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, আমি যথাসময়ে উত্তর দিয়েছি। অথচ নিয়ম বহির্ভূতভাবে আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতিপত্র হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”
