দেওয়ানগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
দেওয়ানগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মোঃ মোস্তাইন বিল্লাহ,
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
১৫ এপ্রিল শনিবার বিকালে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামপুর ইউনিয়নের তারাটিয়া লাল মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার হিসেবে শাড়ি- লুঙ্গি বিতরন করেন, প্রানী সম্পদ অধিদপ্তরের সাবেক মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোসাদ্দিক হোসেন আনার।ব্যক্তিগত অর্থে এসব ঈদ উপহার বিতরন করেন বলে তিনি সাংবাদিকদের জানান।
বীর মুক্তিযোদ্ধা তারিকুজ্জামান তারিক ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রশিদ খুররম জানান, দেওয়ানগঞ্জ উপজেলার সদর, চিকাজানি, চুকাইবাড়ি, বাহাদুরাবাদ, হাতীভাঙ্গা, পাররামরামপুর, চর আমখাওয়া ও ডাংধরা ইউনিয়নের মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে দুই ধাপে এ সব ঈদ উপহার বিতরন করা হয়েছে।