শুক্রবার ,  ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ -  বসন্তকাল

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) অসকস বাংলাদেশ

প্রকাশিত হয়েছে-

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) অসকস বাংলাদেশ।
মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশের সর্ববৃহৎ সেনা ,নৌ ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের স্বেচ্ছাসেবী সংগঠন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস বাংলাদেশ)
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক হতাহত ও মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) অসকস বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সন্মানিত সভাপতি সার্জেন্ট অবঃ মুহাম্মদ আহসান হাকিম সিএমপি এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার (১৮ই ফেব্রুয়ারি) সকালে ঢাকার তুরস্ক দূতাবাসে গিয়ে শীতবস্ত্র হিসেবে শীতের জ্যাকেট হস্তান্তর করেন।
এ সময় অসকস বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এক বিবৃতিতে তুরস্কে ভূমিকম্পে নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং এই সময় বাংলাদেশ সরকার, বিভিন্ন সামাজিক সংগঠন ও অসকস বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) এর সদস্যগন তুরস্কের পাশে থাকায় মহান আল্লাহ তায়ালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সমবেদনা জানান।