ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি হাসপাতালে ১ হাজার রোগী ও পথচারীদের খাবার পানি পাঠালেন যুবরাজ খান

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১২

অনলাইন ডেস্ক : তীব্র তাপদাহে অতিষ্ঠ সমগ্র দেশের মানুষ প্রচন্ড গরমে সুস্থ মানুষ ও হয়ে যাচ্ছে অসুস্থ এবং হাসপাতাল গুলোতে বাড়ছে রোগীদের ভিড় প্রায় সরকারি হাসপাতাল গুলোতে ব্যাবস্থা নেই খাবার পানির ফিল্টার হাসপাতাল এর বাহিরে অসাধু ব্যাবসায়ীরা প্রচন্ড গরম কে পুজি করে পানির দাম বাড়িয়ে করছে রমরমা ব্যাবসা যা বিভিন্ন জেলা থেকে আসা অসহায় রোগী ও রোগীর স্বজনরা খাবার পানির জন্য পরে যাচ্ছে বিপদে এমনটা জানায় বিশিষ্ট সমাজ সেবক জাবির মেডিকেল ও জাতীয় পর্যায়ের সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) সংগঠনের চেয়ারম্যান যুবরাজ খান তার পরিপ্রেক্ষিতে রোগীদের এই ভোগান্তি কমাতে নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের চেয়ারম্যান যুবরাজ খান এর পক্ষ হতে বিভিন্ন হাসপাতালে বিনামূল্যে খাবার পানি বিতরণ করা হয় এবং এই প্রচণ্ড গরমে খাবার পানি বিতরণ পর্যায়ক্রমে চলমান থাকবে বলে ও জানান যুবরাজ খানI এছাড়া ও যুবরাজ খান মাননীয় স্বাস্থ্য মন্ত্রী মহোদয়ের নিকট দাবি জানান প্রতিটা সরকারি হাসপাতালে আমাদের প্রতিবেশী দেশ গুলোর মতো মানসম্মত পানির ফিল্টার রোগীদের জন্য স্থাপন করা হোক এতে দরিদ্র রোগীদের ভোগান্তি কমবে অর্থ বেঁচে যাবে ও হাসপাতাল উন্নয়ণে জনগণের চেতনার পরিবর্তন ঘটবে যা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হবে।

এই বিভাগের আরও সংবাদ