ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া চরভদ্রাসনের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় অসহায় ৫২০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২২৩

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
সিলেট সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় অসহায়দের পাশে দাঁড়ালেন ফরিদপুরের চরভদ্রাসনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল আমিন গালিব।এছাড়াও সকালে সিলেটে পৌছেই একটা হোটেল প্যাকেজিং করার জায়গা করে দেয় তাদের নিজ স্থানে প্যাকেট পরবর্তীতে পিকাপে করে পুরাতন পুলে গিয়ে নৌকায় মালামাল তুলেন নদী পথে বন্যার্তদের ত্রান পৌঁছে দিতে রওনা দেয়। এছাড়া

সামিউল আমিন গালিব এর সাথে কথা বললে তিনি বলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস থেকে ৪জন রওনা হই এবং সুনামগঞ্জ থেকে আরো ৪জন আমাদের সাথে যোগ হয় এরপরে আমরা রওনা হই ত্রাণ বিতরণের উদ্দেশ্যে।

- Advertisement -

সুনামগঞ্জের ছাতকের পাশে উজিরপুর, জগন্নাথ পুর সহ আশেপাশের সকল আশ্রয় কেন্দ্রে ২২০ টি ও স্থানীয় ভলান্টিয়ারদের সহায়তায় আরো ৩০০ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করি এছাড়া তার কাছে আরও জানা যায় কি কি বিতরণ করা হয়েছে।

১ কিলো চিড়া, আধা কিলো মুড়ি,১৮০/১৯০/২০০ গ্রাম করে কেটে আনা গুড়, ৪টি করে খেজুর, ৩টি করে মোমবাতি, ১টি লাইটার, ৪০০/৫০০ গ্রাম করে ফিটকিরি,জ্বরের জন্য এক পাতা নাপা
এবং পানি বাহিত রোগের প্রকোপ বাড়ছে তাই ডাইরিয়া,পাতলা পায়খানার জন্য ফিলমেট এছাড়াও বাচ্চাদের জন্য এনার্জি প্লাস বিস্কুট বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ