ঝড়ে উড়ে গেল যাত্রী ছাউনির চাল। 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৯

গাজীপুর

মহিদুল ইসলাম মিলটন

- Advertisement -

নঝড় আর বৃষ্টির তান্ডবে উড়ে গেল যাত্রী ছাউনির চাল।

নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনিতে প্রতিদিন শতশত যাত্রীর বসার জায়গা ,এখানে বসে দূর পাল্লার বাসের যাত্রীগন উত্তর বঙ্গে যেতে পারে।

বৃস্টি আসলে মাথা গুজার ঠাই এই যাত্রী ছাউনি ,পোশাক শ্রমিক ও পথচারীরা সকলে মিলে যাত্রী ছাউনিতে বসতে পারে।

বসার জন্য পরিবেশ রয়েছে বেশ।

সকাল হলে শ্রমিকদের বাসের অপেক্ষার স্হান এই যাত্রী ছাউনি ,ঘড় ফেরা যাত্রীর অপেক্ষার স্থান এই যাত্রী ছাউনি।

নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী স্ট্যান্ডের এই যাত্রী ছাউনির যাত্রী ও কাউন্টারের

ব্যবসায়ীরা জানায় প্রতিদিন শতশত যাত্রী এখানে বসে , পরিবেশ ভালো হওয়াতে এই ছাউনিতে যাত্রীগনের আগ্রহ বেশ , যাত্রীরা জানায় ছাউনির টিন না থাকায় বৃষ্টিতে আমাদের ভিজতে হয় প্রচুর গরমে বসতে পারি না রোদের তাপ থাকায়।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথের গোলাম সারোয়ার উপ-সহকারী প্রকৌশলী ( সিভিল ) সড়ক শাখা ০৩ নয়ারহাট সড়ক উপ বিভাগ ,মানিকগঞ্জ। বলেন আমরা এই বিষয়টি জানতে পেরেছি আমরা দ্রুত ব্যাবস্থা গ্রহণ করেছি।

এখন বৃষ্টির মৌসুম ঝড় আর বৃষ্টির এই সময়ে দ্রুত যাত্রী ছাউনির সংস্কার জরুরী এমনটা প্রত্যাশা সবার।

এই বিভাগের আরও সংবাদ