শুক্রবার ,  ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

জামালপুরের সানন্দ বাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ।

প্রকাশিত হয়েছে-

জামালপুরের সানন্দ বাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ।

জেলা প্রতিনিধি:-আবু শামা।

সারা দেশের ন্যায় জামাপুর জেলার সানন্দ বাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাংলাদেশ আওয়ামী লীগ ইউনিয়ন শাখা, বিভিন্ন অঙ্গ সংগঠন, সানন্দবাড়ি ডিগ্রী কলেজ,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীকল্যাণ সোসাইটি , বিভিন্ন সামাজিক সংগঠন ও জাতীয়তাবাদী দল বিএনপি সানন্দ বাড়ি উচ্চ বিদ্যালয়, অথেন্টিক সেন্টার স্কুল, বিদ্যাপীঠ মডেল স্কুল,
ও বিভিন্ন পেশাজীবী মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করেন।
ঘড়ির কাটায় রাত বারোটা পার হওয়ার সঙ্গে সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদ রেজাউল করিম লাভলু, নজরুল ইসলাম টোকনের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্তে পুষ্পার্গ অর্পণ করে ,, স্থানীয় পুলিশ প্রশাসন, সানন্দ বাড়ি কলেজ কর্তৃপক্ষ,, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা অসকস-বাংলাদেশ সভাপতি আবুশামা,, পুলিশ প্রশাসনের পক্ষে পিআইসি সানন্দবাড়ী আ: রহমান, অধ্যাপক ফতেহুল বারী, অধ্যাপক মুজিবুর, অধ্যাপক আনোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা বকুল মিয়া, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যগণ ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করে। র‍্যালিতে নেতৃত্ব দেন চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, ,, রেজাউল করি লাভলু মাস্টার,মান্নান কবিরাজ, যুবলীগ আহ্বায়ক আবু সামা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীউর,তরিকুল, বাবুল রানা, সাইদুর(ডন), বকুল মিয়া,, আবু বক্কার, মাহদী, ফকির সাদ্দাম,শিমু প্রমুখ ‌
এদিকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি আতিক,সাধারণ সম্পাদক হাশেম মাস্টার, কোষাধ্যক্ষ শহিদুর রহমান, আজিজুর, মুজিবুর, আরজান, শহিদুর, শফিক,বাবুল আক্তার, জুয়েল, আজিবার মেম্বর, বাদশা, লিটন,শ্রমিক দলের কন্টাকটার বাবুল, আলহাজ্ব বক্কর প্রমুখ।