জামালপুরের মাদারগঞ্জে এনসিপি’র উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা

ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি
কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জাতীয় নাগরিক পার্টি জাতীয় যুব শক্তি, মাদারগঞ্জ উপজেলা শাখা এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সম্মিলিত উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন মাদারগঞ্জ টু জামালপুর মহাসড়কে ও এনসিপি’র অস্থায়ী কার্যালয়ে জুলাই ঘোষণা, মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ, এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় নাগরিক পার্টির নবগঠিত সার্চ কমিটি মাদারগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক এর সভাপতিত্বে
বক্তব্য রাখেন মহানগর উত্তর এনসিপি সংগঠক সাখাওয়াত হোসেন, যুগ্ম সমন্বয়কারী সাবেক সেনা সার্জন হাসানুজ্জামান, সম্মানিত সদস্য লেমন মিয়া, সিয়াম আহাম্মেদ, মাহবুব আলম খুরশেদ, জাতীয় যুব শক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার আরিফুল ইসলাম, মোখলেছ সরকার, শাহালম ও জাহিদ হাসান পলাশ গণতান্ত্রিক ছাত্র শক্তি মাদারগঞ্জ উপজেলা শাখার মোস্তাক আহমেদ ও রকি রায়হান সহ অনেকে উপস্থিত ছিলেন। গণতান্ত্রিক ছাত্রসংসদের সংগঠনবৃন্দ সংহতি প্রকাশ করে। বক্তারা জুলাই মাসের ঐতিহাসিক গুরুত্ব এবং এর সাথে জড়িত বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।