শুক্রবার ,  ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ -  বসন্তকাল

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২৩ উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

প্রকাশিত হয়েছে-

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২৩ উদযাপন উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধিঃ
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময় ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ইং ১০ ই মার্চ শুক্রবার সকাল ১০ শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২৩ উদযাপন করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। আলোচনা সভার পূর্বে দূর্যোগ প্রস্তুতি ও জনসচেতনতা মূলক র‍্যালী উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিল ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার,শ্যামনগর উপজেলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ জি এম আকবর কবীর ও সাধারণ সম্পাদক জাহিদ সুমন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার দেবীরঞ্জন মন্ডল,আবুল হোসেন, পল্লী বিদুৎ এর ডিজিএম সঞ্জীব মন্ডল, এ সময় আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন সিপিপির উপজেলা সমন্বয়কারী শেখ মোখলেসুর রহমান মূকুল, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান , অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি, সিপিপি সহ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ । সমগ্র র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:শাহিনূল ইসলাম।