সোমবার ,  ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

চরভদ্রাসনে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

প্রকাশিত হয়েছে-

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
নারী নির্যাতন বন্ধ করি,কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের চরভদ্রাসনে বেগম রোকেয়া দিবস-২০২১উদ্যাপন উপলক্ষে ৫জন জয়িতাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা সহকারী কমিশনা(ভূমি)মোঃজিল্লুর রহমান,থানা অফিসার ইনচার্জ মোঃজিয়ারুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষিকা শিরিন সুলতানা,সাংবাদিক মেজবাহ উদ্দিন ও আবুল কালাম প্রমুখ।

পরে সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সফল,অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী,সফল জননী ও নির্যাতনের স্বীকার হয়েও নতুন উদ্যেমে জীবন শুরু করা এমন ৫জন নারীকে জয়িতা সংবর্ধনা প্রদানের পাশাপাশি তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদন ইউএনও তানজিলা কবির ত্রপা।

জয়িতারা হচ্ছেন রওশনআরা পারভীন,শিরিন সুলতানা,তানজিলা আক্তার,সখিনা বেগম ও সাজেদা বেগম।