চরভদ্রাসনে ঘাট মালিক ও ট্রাকচালককে জরিমানা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২২১

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চরভদ্রাসন-মৈনট আন্তঃজেলা ফেরীঘাট মালিককে পঞ্চাশ হাজার ও এক ট্রাক চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বিকেল ৫টা হতে রাত ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম তানজিলা কবির ত্রপা।
আদালত সূত্রে জানা যায়, স্পীডবোটে ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন, ফিটনেস বিহীন নৌ-যান দিয়ে যাত্রী পাড়াপার, যাত্রীদের সাথে অসদাচারন ও নানা অভিযোগের ভিত্তিতে চরভদ্রাসন অংশের গোপালপুর ঘাটে অভিযান পরিচালনা করে ফেরীঘাট ইজারাদার আলীমৃধাকে নৌ-চলাচল আইন ২০১৯ এর ৭৭ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এর পূর্বে সদর ইউনিয়নের জাকেরেসূরা এলাকায় লাসেন্সবিহীন ট্রাক চালক সেলিম রমানকে সড়ক ও পরিবহন আইন ২০১৬ এর ৬৬ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ