চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সভা ফেব্রুয়ারী, ২০২২ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপেেজেলা ভাইস চেয়ারম্যান মো. মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম।
উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, ফরহাদ হোসেন মৃধা, সমাজ সেবক আনোয়ার আলী মোল্যা, সাংবাদিক মো. মেজবাহ উদ্দিন, ব্যবসায়ী আলমগীর হোসেন মোল্যা ও আসলাম মোল্যা প্রমূখ। সভায় উপজেলায় মাদক নিয়ন্ত্রন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, হাট-ঘাটে অতিরিক্ত টোল আদায়,নারী শিশু নির্যাতন ও অবৈধ মোটরযান চলাচলের উপর বিশদ আলোচনা করা হয়।