ঘুরে ঘুরে কন্বল বিতরন করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৩৪

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

গভীর রাতে ঘুরে ঘুরে কন্বল বিতরন করেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো।

- Advertisement -

শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। এরই অংশ হিসেবে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।

বৃহস্পতিবার গভীর রাতে গাজীরটেক ইউনিয়নের বিন্দু ডাঙ্গী গ্রামের ছিন্নমূল অসহায় ৫০ টি পরিবারের মাঝে ঘুরেঘুরে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন চরভদ্রাসন উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী

এই বিভাগের আরও সংবাদ