
- Advertisement -
শাহাজান, জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘প্রেরণায় জুলাই গণ-অভ্যুত্থান ৩য় আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়েছে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট।
গোবিপ্রবি ডিবেটিং সোসাইটি আয়োজিত ওই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের মোট ২২টি দল অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী এই বির্তক উৎসব শুরু হয় ১২ সেপ্টেম্বর। ট্যাব রাউন্ড থেকে বাদ পড়ে ৮টি দল। বাকি ৮টি দল কোয়ার্টার ফাইনালের জন্য উত্তীর্ণ হয়। কোয়ার্টার ফাইনালে জয়ী ৪টি দল পৌঁছায় সেমিফাইনালে। সেখান থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ফাইনালে যায়। গতকাল শুক্রবার বিকেল ৪টায় শুরু হয়ে ওই দুই বিভাগের মধ্যে বিতর্কের গ্র্যান্ড ফাইনাল রাউন্ড চলে রাত পর্যন্ত। এতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি. বিভাগ চ্যাম্পিয়ন হয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ রানারআপ হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য হোসেন উদ্দিন শেখর, সহ-উপাচার্য মো. সোহেল রানা, কোষাধ্যক্ষ এনামউজ্জামান, প্রক্টর আরিফুজ্জামান রাজিব প্রমুখ। এ সময় বার্ষিক ম্যাগাজিন সাম্য-এর মোড়ক উন্মোচন করা হয়।