মঙ্গলবার ,  ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

গণপরিবহন ও লঞ্চের বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবিতে ছাত্র সংগঠনের আন্দোলন।

প্রকাশিত হয়েছে-

আল আমিন, নিজস্ব প্রতিনিধিঃ

২৯ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় ঢাকার শাহবাগে আট ছাত্র সংগঠনের অংশগ্রহনে গণপরিবহন ও লঞ্চের বাড়তি ভাড়া প্রত্যাহারের দাবিতে আন্দোলন করেছে।

আন্দোলনে নের্তৃত্ব দেন আট ছাত্র সংগঠনের নের্তৃবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক ছাত্ররা। আন্দোলনে ছাত্ররা জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর, গণপরিবহন ও লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার,গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর, নিরাপদ সড়ক চাই, সড়ক হত্যাকান্ডের উল্লেখিত দাবি জানিয়েছেন।
আন্দোলনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধায় অবস্থান নিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বি আর টি এ ভবনে অবস্থান ধর্মঘট করার কর্মসূচি ঘোষণা দিয়েছে। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল স্মারকলীপি দিতে সচিবালয় অভিমুখে যায়।