খুলনা জেলা পরিষদ নির্বাচন’২২ পাইকগাছায় ১ম বার বিজয়ের মুকুট পরলেন রবি ; মহিলা সদস্য পদে নাহার পুনঃ নির্বাচিত।
আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা।। খুলনা জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে(পাইকগাছায়) ৬ ভোটের ব্যবধানে পুরুষ সদস্য পদে ১ম বার নির্বাচিত হয়ে বিজয়ের মুকুট পরেছেন সোলাদানা ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজীর ছোটভাই বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম রবি। তিনি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী এ্যাডঃ তৈয়েব হোসেন নুর (তালাচাবি) প্রতিকে ৬৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্য ৩ প্রার্থী কৃষ্ণপদ মন্ডল ( বক)-৭, আঃ রাজ্জাক রাজু (হাতি)-৩, সালমান শেখ ( টিউবওয়েল) মার্কায়-২ ভোট পেয়েছেন। অন্যদিকে ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা আসনে (পাইকগাছা-কয়রা-দাকোপ) সাবেক জেলা পরিষদ সদস্য নাহার আক্তার ফুটবল প্রতীক নিয়ে ১১৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা কামাল লাটিম প্রতিকে ৯৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্য প্রার্থী জয়ন্তী সরদার টেবিলঘড়ি প্রতিকে ৮৯ ভোট পেয়েছেন।উল্লেখ্য, উৎসবমুখর পরিবেশে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে খুলনা পাইকগাছা উপজেলার নির্ধারিত ভোট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে দুপুর ২টা পর্যন্ত। দিনের প্রথম ঘণ্টায় ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। ভোটাররা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন। বিজয়ী প্রার্থীরা নির্বাচিত ঘোষণার পর তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সকল স্তরের কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।তারা আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে উপজেলা পরিষদের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন। সেই সাথে উপজেলা পরিষদকে ‘মডেল উপজেলা পরিষদ’ করার অঙ্গীকার করেন।