শুক্রবার ,  ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

খুলনা জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে দাকোপ উপজেলায় হয়ে গেল বিশাল মতবিনিময় সভা।

প্রকাশিত হয়েছে-

মাহমুদুল হাসান আলমগীর দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনা জেলা দাকোপ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা ১১ টায় চালনা পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায় ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মানস মুকুল রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভার উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশিদ। সম্মানিত বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডঃ এম এম মুজিবুর রহমান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জোবায়ের আহম্মেদ খান জবা, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, মোজাফ্ফার মোল্যা, খায়রুল ইসলাম,মোঃ জামিল খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল্লাহ ফকির, সাবেক ইউপি চেয়ারম্যান সরোজিত রায়, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, আব্দুল জলিল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান শেখ যুবরাজ, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, ইউপি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, এবিএম রুহুল আমীন, অধ্যাপক দুলাল রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ গোলাম হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন ইমু, ইউপি চেয়ারম্যান সুদেব রায়, ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির, ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ, ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন, জেলা যুবলীগনেতা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তালিউর রহমান সানি, উপজেলা শ্রমিকলীগ সভাপতি গোবিন্দ বিশ্বাস , উপজেলা আ’লীগনেতা আজগর হোসেন ছাব্বির, চালনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভুইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জি এম রেজা,কে এম কবির, রবার্ট হালদার, সদস্য সচিব উত্তম রায়, উপজেলা যুবলীগনেতা রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আবদুল্লাহ-আল-মাসুম,মেহেদী হাসান বুলবুল, আরাফাত আজাদ, বিধান চন্দ্র বিশ্বাস, জেলা ছাত্রলীগের তানভির রহমান আকাশ, চিশতী নাজমুল বাশার সম্রাট, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল শরীফ, সাধারন সম্পাদক লিটন সরদার,মাহমুদুল হাসান আলমগীর,পারভেজ সহ উপজেলার ৯টি ইউনিয়ন ও চালনা পৌরসভার নির্বাচীত জনপ্রতিনিধিবৃন্দ বক্তৃতা করেন। সভায় চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০৪১ বাস্তবায়নে চলমান জেলা পরিষদ নির্বাচনসহ সকল নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানানো হয়।