খুনিদের রক্ষায় মাফিয়া চক্রের শেষ চেষ্টা! সাহসী পিপি অ্যাডভোকেট হিরনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

মোঃ মহিউদ্দিন, ভোলা প্রতিনিধি: ছেলের হত্যার বিচার চাইতেও যেখানে বাবা সাহস পেতেন না, সেখানে জীবন ঝুঁকি নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় লড়েছেন চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট হরযত আলী হিরন। আজ তাঁর ন্যায়যুদ্ধ থামাতে একটি মাফিয়া চক্র উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারে লিপ্ত হয়েছে। চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হরযত আলী হিরনকে নিয়ে ‘আমার দেশ’ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধির প্রকাশিত মানহানিকর ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল।প্রতিবাদকারীরা বলছেন, অ্যাডভোকেট হিরন দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের শিকার। তাঁর বিরুদ্ধে মোট ১৮টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। বিশেষ করে, যখন ছাত্রদলের সাবেক সভাপতি রাজ্জাক হত্যা মামলার চার্জশিটের বিরুদ্ধে “না রাজি পিটিশন” দেওয়ার মতো সাহস ভোলার কোনো আইনজীবী দেখাতে পারেননি, সেই কঠিন সময়ে জীবন ঝুঁকি নিয়ে অ্যাডভোকেট হিরন আদালতে দাঁড়িয়ে ফ্যাসিবাদের দাঁতভাঙা জবাব দিয়েছিলেন। সে সময় ছাত্রলীগের হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন এবং মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসেন।পরবর্তীতে আওয়ামী সরকারের পতনের পর তিনি চরফ্যাশন আদালতের অ্যাডিশনাল পিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার পেতে শুরু করেন, যার প্রমাণ বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যেই উঠে এসেছে।কিন্তু আজ যখন তাঁর নেতৃত্বে বিচারব্যবস্থা সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে, ঠিক তখনই একটি সংঘবদ্ধ মাফিয়া চক্র, যাদের অবৈধ স্বার্থ হুমকির মুখে, তারা অ্যাডভোকেট হিরনের বিরুদ্ধেউদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রতিবাদের ভাষা অনুযায়ী, এই অপপ্রচারের উদ্দেশ্য একটাই—বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করা ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা।বিভিন্ন মহলের পক্ষ থেকে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং ‘আমার দেশ’ পত্রিকার সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।