বৃহস্পতিবার ,  ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ||  ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ -  গ্রীষ্মকাল

কাশিমাড়ীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-

ডি এম আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:আধুনিক খেলার ভিঁড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই হা-ডু-ডু খেলা। হারিয়ে যাওয়া খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী’র জয়নগর ত্রি-মোহনা মোড় সংলগ্ন মাঠে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হল। বৃহস্পতিবার (৬ অক্টোবর ২০২২) বিকালে এ হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় কাশিমাড়ী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দল (৬০-৪৭) পয়েন্ট পেয়ে কাশিমাড়ী ২নং ওয়ার্ড দল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সমগ্র খেলাটি পরিচালনা করেন কাশিমাড়ী ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এএসআই তরিকুল ইসলাম। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ’র একঝাক তারোকা ইউপি সদস্য সাহাবুদ্দীন সানা, জামিরুল আলম, ইউপি সদস্য হামিদুল কবীর, গাজী আকতার ফারুখ, ইউপি সদস্য আজহারুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সবুর।অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক শেখ, সমাজ সেবক আজিজুল মোল্লা, কামরুল ঢালী, খোকন পাকানী, সাহাবাজ ঢালী, আব্দুল গফুর, আবু হেনা মিন্টু, তহুর মোল্লা, রাজ্জাক ঢালী, দেলোয়ার ঢালীসহ স্বেচ্ছাসেবকগন। খেলা শেষে বিজয়ীদল এর হাতে পুরুষ্কার তুলে দেয় অতিথিবৃন্দ।। এসম এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে এ হা ডু ডু খেলা উপভোগ করেন।