রবিবার ,  ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ||  ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ -  হেমন্তকাল

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান নাঈমের সহযোগিতায় ও পুলিশের তুখোড় অভিযানে ফেনসিডিল সহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে-

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জের ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম সহযোগিতায় কালিগঞ্জ থানার পুলিশের তুখোড় অভিযানে ৫০ বোতল ফেনসিডিল সহ হাফিজা খাতুন (২৬) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নারী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ব্রজোপাটুলিয়া গ্রামের বকুল সরদারের স্ত্রী।

বৃহস্পতিবার রাত ১ টার দিকে ব্রুজ পাটুলিয়া গ্রামে
ঘটনাটি ঘটেছে।
জানাযায়, মাদক ক্রয় -বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী, এস আই নকিব পান্নু, এস আই জাহিদুল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ব্রুজো পাটুলিয়া গ্রামের বকুল সরদারের বাড়িতে কালিগঞ্জ ভাড়া সিমলা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈমের সহযোগিতায় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন এর দিগ নির্দেশনায় পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় ওই বাড়ি তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় ফেনসিডিলসহ হাফিজা খাতুনকে আটক করে পুলিশ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে
থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া শুক্রবার (৭ জুন) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।