কালীগঞ্জের কামারগাতী ছোটমিয়া পীরের ৫১ তম ওরছ শুরু হবে পহেলা মাঘ ১৫ জানুয়ারি

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৬৯৬

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার১০নাং ধলবাড়িয়া ইউনিয়নের কামারগাতী, হযরত শাহসুফী ছোট মিয়া পীর সাহেব (রহ:) এর ৫১ তম বার্ষিক ওরছ শরীফ বাংলা পহেলা মাঘ শনিবার থেকে শুরু হয়ে চৌঠা মাঘ অর্থাৎ ইংরেজি ১৫ জানুয়ারি থেকে ১৮ ই জানুয়ারি মঙ্গলবার আখেরি মোনাজাতের মাধ্যমে পবিত্র ওরছ শরিফ শেষ হবে।
ওরস শরীফে ১০ নাম্বার ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি।
সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।  কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কালিগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা।  মথুরেশপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম।   রতনপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি (টোকন)
কামারগাতী পবিত্র ওরছ শরীফে ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন। মোহনা টিভির ধর্মীয় বিষয়ক আলোচক হযরত মাওলানা কামরুল ইসলাম আশেকী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করবেন মাওলানা মাহাবুবুল আলম আজিজি।
পবিত্র ওরস শরীফে ধর্মপ্রাণ মুসলমানদের আমন্ত্রণ জানিয়েছেন। কামারগাতী মাজার শরীফের সভাপতি ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি (জজকোর্ট) সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শেখ আব্দুস সাত্তার।  এবং মাজার শরিফের সাধারণ সম্পাদক ১০নাং ধলবাড়িয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেন।

এই বিভাগের আরও সংবাদ