কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে নবীন বরণ ও পরিচালনা পর্ষদের সংবর্ধনা
জিএম মামুন নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুর মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ এবং নবগঠিত পরিচালনা পর্ষদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি ও কলেজের প্রতিষ্ঠাতা সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মনসুর আলীর ছেলে এইচএম রহমাতুল্লাহ পলাশ।
কলেজের সহকারী অধ্যাপক ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট মরিয়ম মনসুর, বিদ্যোৎসাহী সদস্য শেখ নাজমুল হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, হাজী তফিল উদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট শেখ শফিউল্যা প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত কুমার মন্ডল ও ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, উপজেলা ছাত্রদলের সেক্রেটারী শেখ পারভেজ ইসলাম, ছাত্র সমন্বয়ক রাকিবুজ্জামান রাকিব, আমির হামজা, কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উম্মে মাহবুবা দিঘি, একাদশ শ্রেণির শিক্ষার্থী তিথি সরকার প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, নজরুল ইসলাম, তারক চন্দ্র সরকার, মিজানুর রহমান, আব্দুল ওহাব, নাজিমুদ্দীন আহমেদ, সুকুমার ঘোষ, তৌহিদুর রহমান, নাসিম সুলতানা, জাহাঙ্গীর আলম, নাসির উদ্দীন বাদশা, হাফিজুর রহমান আওছাফুর রহমান, মাসুদুর রহমান, বিকাশ চন্দ্র মিস্ত্রী, বিলকিস আক্তার, আরেফা ফারজানা, অলিউর রহমান, সাইয়েদাতুন্নেছা মুক্তা, সোমা বিশ^াস, শম্পা রানী মৃধা, গোবিন্দ দুলাল বর, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, আমিনুর রহমান, নন্দ লাল, তপন ঘোষ, নবতোরণ গাইন, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল আজিজসহ কলেজের সকল শিক্ষক, কর্মচারী, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক শিরুজ্জামান, ছাত্র সমন্বয়ক আবু ইছাসহ সমন্বয়কবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থী ও বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।