ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (WHRO)চট্টগ্রাম মহানগর কমিটি অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৩

গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হলো, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সা. সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায়, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চট্টগ্রাম মহানগর কমিটি উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মো: সানাউল্লাহ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মতি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এডভোকেট মফিজুল হক ভুইয়া পিপিএম, পাবলিক প্রসিকিউটর, মেট্রোপলিটন সেশন জর্জ কোর্ট চট্টগ্রাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান জবাব, মহিউদ্দিন আমিন, এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আলমগীর হোসেন, সমাজ সেবা অফিসার, শহর সমাজ সেবা কার্যালয় -২, জনাব মোহাম্মদ শওকত হোসেন পিপিএম, প্রতিষ্ঠাতা পরিচালক, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, মো: তারিফুউল ইসলাম কার্জন, সিনিয়র সহ-সভাপতি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আবু তাহের চৌধুরী, উপদেষ্টা, চট্টগ্রাম, নেছার আহমেদ খান, উপদেষ্টা চট্টগ্রাম, তাহেরা শারমিন, উপদেষ্টা চট্টগ্রাম, জনাব আব্দুল নূর, উপদেষ্টা চট্টগ্রাম, মো: সাজ্জাদ, মিডিয়া ব্যাক্তিত্ব সহ আরো অনেক গুনিজন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চট্টগ্রাম মহানগর কমিটি সদস্যরা। উদ্ভোদক জনাব এডভোকেট মফিজুল হক ভুইয়া পিপিএম, পাবলিক প্রসিকিউটর জর্জ কোর্ট বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন নতুন কমিটি জন্য শুভকামনা রইলো, আশা করি, চারিদিকে যে মানবাধিকার লংঘন হচ্ছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেসব অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে।
প্রধান আলোচক, চেয়ারম্যান মহিউদ্দিন আমিন বলেন, আমরা বাংলাদেশের প্রতেকটা জেলায় কমিটি ছড়িয়ে দিয়েছে যাতে করে, মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দেশের জন্য কাজ করে যেতে পারে।সভাপতি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতেকটা সদস্যদের মানবিক হতে হবে। আমরা মানবাধিকার লংঘন হচ্ছে এমন কোনো কাজ করবো না আর কেও যেনো না করে সেইদিকে সজাগ দৃষ্টি রাখবো।
এছাড়াও কোরিওগ্রাফার লিটন দাস লিটুর কোরিওগ্রাফিতে ফ্যাশন শো, অপারেজয় বাংলাদেশ এর সুবিধা বঞ্চিত শিশুদের নাচ ও ডরিয়ান ব্যান্ডের গানে প্রফুল্ল ছিলো অনুষ্ঠান।

এই বিভাগের আরও সংবাদ