এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় সংবর্ধনা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার গলানিয়া গ্রামের কৃতি সন্তান হেলাল উদ্দিন এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ঢাকাস্থ বশিলা ইমামিয়া পাক দরবার শরিফের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
গত শুক্রবার বাদ জুমা উক্ত সংবর্ধনার আয়োজন করে। এ সময় প্রথমে কবি হেলাল উদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, অত:পর ড. নুরে আলম মোহাম্মদি তার হাতে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জানাযায়, হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ থেকে এলএলবি ফাইনাল পরীক্ষায় অংশ গ্রহণ করে।
এই কলেজ থেকে এ বছর ১২৬ জন ছাত্র এলএলবি ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিল।
তন্মধ্যে ৮৭ জন উত্তীর্ণ হয়।

- Advertisement -

এ সময় হেলাল উদ্দিন সকলের কাছে দোয়া চেয়ে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য।
তিনি দয়া করে আমায় এলএলবি পরীক্ষায় পাস করিয়েছে। ধন্যবাদ জানাই, ইরান প্রবাসী ড. নুরে আলম মোহাম্মদি সাহেবকে, আমায় এইটুকু সম্মান দিয়ে উৎসাহ প্রদান করায়।

তিনি আরও বলেন, সামনে বার কাউন্সিল পরীক্ষা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বার কাউন্সিল পরীক্ষায় পাস করে আইন পেশার সনদ পেতে পারি এবং এই পেশার মাধ্যমে সমাজের নির্যাতিত, নিপীড়িত, গরীব-অসহায় মানুষকে সেবা দিতে পারি।

0০

এই বিভাগের আরও সংবাদ