এমপি বাবু’র উদ্যোগে পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২১২

আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা ।।খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র উদ্যোগে পাইকগাছায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রবিবার (০৯ অক্টোবর) সকালে পৌরসদরের শিববাটিস্হ সংসদ সদস্যের নিজ বাসভবনে পবিত্র কোরআন তেলওয়াত এবং উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে বিশ্ব নবী (স.) এর জীবনাদর্শের ওপর আলোচনা, দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু তৎকালীন আরবের সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরে বলেন, সমাজের সেই অন্ধকার দূর করার জন্যই মহান রাব্বুল আল-আমিন বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) কে পৃথিবীতে প্রেরণ করেন এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি আল্লাহর নির্দেশিত পথে জীবন অতিবাহিত করেন। একটি সুন্দর পৃথিবী গড়ার জন্য যা কিছু প্রয়োজন সকল কিছুই তিনি পবিত্র কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। বিশ্বনবী (স.) তার শাসনামলেই সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেন। সেই আদর্শের ভিত্তিতে আমরাও এই দেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। মহানবী (স.) এর রেখে যাওয়া জীবনাদর্শ ব্যক্তি জীবনে অনুসরণ ও সামাজিক জীবনে প্রতিষ্ঠা করতে পারলেই আমাদের এহকাল ও পরকালীন জীবন শান্তিময় হবে বলে তিনি উল্লেখ করেন।পরিশেষে তিনি মুসলিম জাতির মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ও সহকারী অধ্যাপক মায়নুল ইসলাম, পৌর আ’লীগের সদস্য প্রভাষক আঃ ওহাব বাবলু, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক গাজী বজলুর রহমান, পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, পৌর কাউন্সিলর আঃ গফফার মোড়ল, উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম এম আজিজুল হাকিম, টি এম হাসানুজ্জামান,মোঃ আকরামুল ইসলাম,শেখ রাজু আহম্মেদ, শেখ জামাল হোসেন,উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজান আলী, পৌর শ্রমিক লীগের সভাপতি মোড়ল আনারুল ইসলাম, সম্পাদক মনিরুল ইসলাম গাজী,পাইকগাছা উপজেলা পুলিশিং কমিটির সভাপতি দাউদ আলী শরীফ সহ আরো অনেকে।

এই বিভাগের আরও সংবাদ