আতাইকুলায় গোয়েন্দা অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধিঃ- জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানে তিনজন মাদক ব্যবসায়ী ৩৫০(তিনশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং একজন মাদক ব্যবসায়ী ০২(দুই) বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী মহোদয়ের নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম, বিপিএম এর সার্বিক তত্বাবধানে ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ইং ১৮/০৩/২০২৪ তারিখ ডিবি পুলিশের এসআই(নিঃ)মোঃ জাহাঙ্গীর আলম, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার সাঁথিয়া থানাধীন নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী ১। মোঃ আজাদ আলী (৩৯), পিতাঃ মৃতঃ ফজর আলী, সাং-দাড়ামুদা, থানাঃ সাথিয়া, জেলাঃ পাবনা, ২। মোঃ আইয়ূব আলী (৪৫), পিতাঃ মৃতঃ জয়নাল আবেদীন, সাং-বায়নাপাড়া, থানাঃ আতাইকুলা, জেলাঃ পাবনাদ্বয়কে মাদক দ্রব্য ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ৪,০০০/- টাকা সহ গ্রেফতার করে।
ধৃত ,আসামীদের বিরুদ্ধে পাবনা আতাইকুলা এবং সাঁথিয়া থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।উল্লেখ্য,এ বিষয়ে ধৃত, আসামী আইয়ূব আলী (৪৫), আতাইকুলা থানার বায়নাপাড়া গ্রামের বাসিন্দারা জানান আইয়ূব আলী অনেকদিন ধরে সে এই মাদক কারবারের সাথে জড়িত মূলত সে একজন খুচরা মাদক ব্যবসায়ী অত্র এলাকাতেই রয়েছে মাদকের গডফাদার যে মাদক সম্রাট নামে খ্যাত মাদক সম্রাট শাহীন l এলাকাবাসী আরো জানান ,আইয়ূব আলী সহ এলাকায় আরো বেশ কিছু খুচরা মাদক কারবারি রয়েছে যারা মাদকসম্রাট শাহিনের হয়ে মাদক ক্রয়- বিক্রয় করে l প্রসঙ্গত ,মাদক সম্রাট নামে পরিচিত শাহিনের বিরুদ্ধে মাদক কারবারি করে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে উপার্জনের জন্য মানিলন্ডারিং মামলা, অস্ত্র মামলা,পাঁচটি মাদক সহ মোট আটটি মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে l এলাকাবাসী এ বিষয়ে আরো জানান , এ সকল খুচরা মাদক ব্যবসায়ীর পাশাপাশি মাদকের গডফাদার শাহীনকে আইনের আওতায় এনে এলাকাকে মাদক মুক্ত করা এলাকাবাসীর প্রাণের দাবি l অত্র এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক প্রবীণ আওয়ামী লীগ নেতা বলেন বলেন, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন সেখানে যেন প্রশাসনের পক্ষ থেকে মাদক ব্যবসায়ীদের কোন ছাড় না দেওয়া হয় l তিনি আরো বলেন, আমরা জেলা গোয়েন্দা শাখাকে ধন্যবাদ জানাই এ ধরনের অভিযান যেন অব্যাহত থাকে এবং প্রশাসনের কাছে অনুরোধ জানাবো,দ্রুতই আমাদের এলাকার মাদকের গডফাদার শাহীন সহ মাদক কারবার সাথে আরো যারা জড়িত রয়েছে তাদের কেউ আইনের আওতায় আনার l