আটুলিয়া ইউনিয়ন পরিষদে দুই দিন ব্যাপি রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৩৩

আদনান জেব:
শ্যামনগর উপজেলা প্রতিনিধি: ০৯ ফ্রেবুয়ারি বুধবার সকাল ১০টায় শ্যামনগর আটুলিয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা প্রকল্প ইউএসএআইডি (USAID) এর অর্থায়নে ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন অ্যাসিস্টান্স, কার্যক্রম দূর্যোগ ব্যাবস্থাপনা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গুলোর মধ্যে দুর্যোগ ঝুঁকি প্রশমনে ঘূর্ণিঝড় পূর্বাভাস, অনুসন্ধান, উদ্ধার, প্রাথমিক চিকিৎসার উপর দুই দিনের রিফ্রেসার প্রশিক্ষণের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

রিফ্রেশার প্রশিক্ষণের সমাপনী অধিবেশন উদ্বোধন করেন শ্যামনগর আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহে বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব আবু সায়েম। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়নের ইউডিএমসি, ডব্লিউ ডিএমসি, সিপিপি ও বিভিন্ন যুব ক্লাবের সদস্যগন। সমগ্র প্রশিক্ষণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের বি এইচ এ প্রকল্পের প্রকল্প অফিসার দীপঙ্কর সাহা.আরো উপস্থিতি ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সি ডি এফ দেবব্রত মন্ডল.

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ