আজ মনপুরা উপজেলা হিসাব রক্ষণ অফিস তালাবদ্ধ ও রাষ্ট্রীয় শোক অমান্য

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩১

নিজস্ব প্রতিবেদকঃ-আজ ভোলা জেলাধীন মনপুরা উপজেলা হিসাব রক্ষণ অফিসে রাষ্ট্রীয় শোক অমান্য করে অফিসটি তালাবদ্ধ থাকতে দেখা যায়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে দেশের অন্তবর্তী সরকার। উক্ত শোক দিবসের শেষ দিন অর্থাৎ আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখ জাতীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন না করে অফিসটি পুরোপুরি বন্ধ রাখেন অফিস কর্তৃপক্ষ। এমন ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়ার পর, স্থানীয় সাংবাদিকগণ ১ জানুয়ারি ২০২৬ বেলা ১১ টায় অফিসটি পরিদর্শন করে পুরোপুরি বন্ধ থাকার তথ্য প্রমাণের সত্যতা পায়। এছাড়াও তথ্য অনুসন্ধানে জানা যায়, মনপুরা উপজেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ নিয়মিত কর্মস্থলে থাকেন না, শুধুমাত্র মাসের শেষের দিকে এসে বেতন উত্তোলন করে নিয়ে যান। অভিযোগ রয়েছে হিসাব রক্ষণ অফিসের স্থানীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে এমন কর্মস্থল ফাঁকি দিয়ে থাকেন উক্ত অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীগন। এছাড়া উক্ত হিসাবরক্ষণ অফিসটি ইতিপূর্বে বন্ধ থাকার বিষয়ে বেশ কয়েকটি স্থানীয় গণমাধ্যমে লেখালেখি হয় এরপরেও কোন ব্যবস্থাই গ্রহণ করেনি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।। উক্ত অফিস বন্ধ রাখার বিষয়ে হিসাব রক্ষন অফিসের কর্মচারী অডিটর, বার বার মুঠো ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, মনপুরাকে বারবার মুঠোফোনের চেষ্টা করেও সংযোগ করা যায়। উল্লেখ দ্বীপ মনপুরা উপজেলায় সরকারি চাকুরীজীবীদের অতিরিক্ত প্রদান করা হয় দ্বীপ ভাতা। উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামের বাহির মাত্র ১০০ মিটার দুরে স্বতন্ত্র সরকারি মনপুরা হিসাব রক্ষন কার্যালয়। প্রশাসনের নাকের ডগায়এভাবেই সরকারি অফিস নিয়মিত বন্ধ থাকা ও রাষ্ট্রশোক অমান্যের মত ঘটনায় হতবাক মনপুরার সাধারন মানুষ

প্রিয় পাঠক, মনপুরা হিসাব রক্ষন অফিসের বিরুদ্ধে বিল পাস করতে কমিশন বানিজ্য, ঘুষ বাণিজ্য, সেবা গ্রহীতাদের সাথে অসদাচরণ ও নানা ভাবে হয়রানি, সরকারি আদেশ অমান্য করাসহ নিয়মিত কর্মস্থল ফাঁকি দেওয়া অভিযোগ নিয়ে চলছে আমাদের অনুসন্ধান।। বিস্তারিত দেখুন… ২য় পর্বে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ