স্টাফ রিপোর্টার: (মাইদুল ইসলাম জেলা নীলফামারী)(২৮জুলাই) নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস ফেরদৌস আলীর ৭ম মৃত্যু বার্ষিকী আজ (২৯/০৭/২৫) মঙ্গলবার। ২০১৮ সালের ২৯ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফেরদৌস আলী। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে শহরের স্টাফ কোয়াটারস্ত বাসায় বা জহুর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফেরদৌস আলীর স্ত্রী নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফিনা বানু জানান মৃত্যুর আগে পর্যন্ত ফেরদৌস আলী দোলুয়া দোগছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। ফেরদৌস আলী একজন সংগীত প্রশিক্ষক, নীলফামারী আইনজীবী সমিতির সদস্য ছাড়াও বহু প্রতিভার অধিকারী ছিলেন বলে তিনি জানান।
মঙ্গলবার , ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল
আজ নীলফামারী সরকারি কলেজের সাবেক ভিপি ফেরদৌস আলীর ৭ম মৃত্যু বার্ষিকী
প্রকাশিত হয়েছে-