বুধবার ,  ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ||  ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ -  হেমন্তকাল

আজ কুয়ালালামপুর শহর জুড়ে Turun Anwar (গদি ছাড়ো আনোয়ার) স্লোগানে সমাবেশ হচ্ছে।

প্রকাশিত হয়েছে-

মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া। জিনিসপত্রের উর্ধ্বগতি ও সরকারের অব্যবস্থাপনাকে দায়ি করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে নেমে যাওয়ার জন্য বার্তা দেওয়া হয়।

বিক্ষোভ চলাকালীন শীর্ষ বিরোধী নেতাদের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মাহাথির মোহাম্মদ এবং মুহিউদ্দিন ইয়াসিন এবং পিএএস সভাপতি আব্দুল হাদি আওয়াং উপস্থিত থাকার এবং বক্তৃতা দেওয়ার সম্ভাবনা রয়েছে।