সাতক্ষীরার ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি সম্পাদক সুজন অয়ন হত্যা মামলায় গ্রেফতার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৬

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হোসাইন সুজন জেলা কমিটির সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবীব অয়ন কে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের বকচরা মোড়ের ইসমাইল মিষ্টি হাউজ থেকে ডিবি পুলিশ তাদেরকে আটক করেন।

- Advertisement -

বর্তমানে তারা দুইজন সাতক্ষীরা থানা হেফাজতে আছেন।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর রহমান হত্যা মামলার (মামলা নম্বর: ৫০/৯/২০২৪) অভিযুক্ত হিসেবে তাদের আটক করা হয়েছে।
গ্রেপ্তার তানভীর হোসাইন সুজন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং জেলা যুবলীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে, শেখ এহসান হাবিব অয়ন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং মামলার অন্যান্য তথ্য পরে জানানো হবে।

এই বিভাগের আরও সংবাদ