পাইকগাছায় শেখ রাসেল দিবস পালিত।
আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা।। “শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্যের আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্যে দিয়ে খুলনার পাইকগাছায় শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর প্রচেষ্টায় নির্মিত শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা
চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু সমীরণ সাধু,উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু,উপজেলা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ মায়নুল ইসলাম,যুবলীগ নেতা দীপংকর মন্ডল, শেখ রাজু আহম্মমেদ, ইদ্রিস আলী,পৌর মহিলা আ’লীগের শেখ জুলি, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি সহ দলীয় বিভিন্ন পর্যায়ের পদস্হ নেতৃবৃন্দ। অপরদিকে, এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর এক বর্ণাঢ্য র্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের স্মৃতিচারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।