ন্যায্য কোঠা ভিত্তিক ছাত্র আন্দোলনের অসুস্থ শিক্ষার্থী সহ সকল শ্রেণীর মানুষের মাঝে নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) সামাজিক সংগঠন পানি,সেভলন ব্যান্ডেজ বিতরণ করেন।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১০

নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুবরাজ খান বলেন সমগ্র বাংলাদেশে ছাত্র জনতা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে ধর্মবর্ণ নির্বিশেষে আন্দোলন করে যাচ্ছে ও ঝড়ে যাচ্ছে অসংখ্য তাজা প্রাণ।এই মানুয গুলোর জীবন বাঁচাতে বাংলাদেশের অন্যতম অরাজনৈতিক সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) পাশে থেকে স্বল্প মুহূর্তের মধ্যে চেষ্টা করছে বিভিন্ন স্থানে সর্ব শ্রেণীর মানুষের মাঝে পানি,সেভলন,বেন্ডিস পৌঁছানোর জন্য যেনো প্রতিটি সন্তান সুস্থতার সাথে মায়ের বুকে ফিরে যেতে পারে এছড়া ও যুবরাজ খান বলেন দলবল নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের জীবন বাঁচানোর জন্য
নিরাপদ চিকিৎসা চাই(নি চি চা) সংগঠন জনগণের অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা সেবার মান উন্নয়ন ও এই মৌলিক অধিকার বাস্তবায়ন এর জন্য রাজপথে দূর্নীতি ও অপশক্তির বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে ও দেশের বিগত দূর সময়ে মহামারি করোনা ভাইরাস বা সিলেটের বন্যা সহ বিভিন্ন সময়ে পাশে থেকেছে তেমনি ভাবে দেশের এই দূর সময়ে অরাজনৈতিক সামাজিক সংগঠন হিসেবে জনগণের পাশে আছে।এছড়া যুবরাজ খান জানান বিগত মহামারি করোনা ভাইরাস এর সময়ে যেমন প্রতিটি ঘরে ঘরে মানুষের জীবন বাঁচাতে চিকিৎসক পাঠানো হয়ে ছিলো একই ভাবে নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) সংগঠনের পক্ষ হতে আহত রোগীদের চিকিৎসার জন্য রোগীদের বাড়িতে বাড়িতে চিকিৎসক পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ও বিনামূল্যে ঔষুধ দেওয়া হবে। এছাড়া ও এই জাতীয় পর্যায়ের সামাজিক আন্দোলনের অন্যতম সংগঠক যুবরাজ খান সকল শহীদ শিক্ষার্থী ,সাধারণ জনগণ এর রুহের মাগফিরাত ও দোয়া কামনা করেন।

এই বিভাগের আরও সংবাদ