ছাত্রলীগের ডাকা কর্মসূচি হাস্যকর: ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব

রাকিবুল ইসলাম রঞ্জু স্টাফ রিপোর্টার:ছাত্রলীগের ডাকা কর্মসূচি হাস্যকর: ছাত্রদল সভাপতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফেব্রুয়ারি মাসে ডাকা কর্মসূচি হাস্যকর বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ শুক্রবার (৩১) ফেব্রুয়ারি) বিকেলে সাভারের পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগের কর্মসূচিকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছেন।তিনি আরও বলেন, ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।এছাড়া দলের নিয়ম বহির্ভূত কাজে লিপ্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন।ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, যুগ্ন সাধারণ সম্পাদক সুজন শিকদার, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সহ আরও অনেকে। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ যোগদেন নেতা কর্মীরা।