গতকাল গায়ে ছিলো সারওয়ানি,আজ গায়ে কাফনের কাপড়,নববধূ নিস্তব্ধ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৬

মো: তৌফিকুল ইসলাম, আত্রাই থানা প্রতিনিধি(নওগাঁ) :নওগাঁ জেলার আত্রাই উপজেলার অন্তর্গত হাট কালুপাড়া ইউনিয়নের নন্দনালী পূর্বপাড়া নিবাসী মোঃ আজাদুল ইসলাম এর ছেলে মরহুম সাজেদুল ইসলাম (২৫) আজ (১৪ সেপ্টেম্বর) শনিবার বেলা আনুমানিক ১১:৩০ টায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়।জানা গেছে, মরহুম সাজেদুল ইসলাম বড় দুই বোনের একমাত্র ছোট ভাই।তিনি ঢাকায় ড্রাইভার হিসেবে কাজ করতেন। গত (১৩ সেপ্টেম্বর) শুক্রবার তিনি রানীনগর উপজেলার চকরামপুর গ্রামে বিয়ে করেন। আজ ছিল তার বাড়িতে বৌভাত, আয়োজন।সেই উপলক্ষে তিনি তার খালাতো ভগ্নিপতি রতন এর সাথে আত্রাই সদর থেকে দই নিয়ে মোটরসাইকেল যোগে ফিরছিলেন নিজ বাড়ীর উদ্দেশ্যে।ফেরার পথে আহসানগঞ্জ ইউনিয়নের শুকটিগাছা সুইসগেট সংলগ্ন স্থানে অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারায় সদ্য বিবাহিত সাজেদুল ইসলাম।তার সাথে থাকা ভগ্নিপতি রতনকে আশঙ্কা জনক অবস্থায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিয়ে আসেন প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে রতন এর অবস্থা খুবই আশঙ্কাজনক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে শোকের ছায়া।তার বাড়িতে চলছে শোকের মাতম আর নববধূ হয়েছেন নির্বাক নিস্তব্ধ।

এই বিভাগের আরও সংবাদ