খুলনায় ইন্টারএইডের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৫

আজ খুলনা নগরীর এক অভিজাত হোটেলে শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান ইন্টারএইড উদ্যোগে বিভিন্ন সরকারি মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্ত এবং যশোর বোর্ডের মেধা তালিকায় স্থান কারীদের মাঝে ক্রেস্ট ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এক লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক শেখ মাহরুফুর রহমান ও খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বা রাশিবিজ্ঞান ডিসিপ্লিনের আব্দুর রহমান। সেশন চেয়ার হিসবে উপস্থিত ছিলেন সিটি গার্লস কলেজের সহকারী অধ্যাপক মোঃ আজিজুল হক।অন্যান্যের মধ্যে অভিভাবক বৃন্দ, কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তরা তাদের বক্তব্যে বলেন, উপযুক্ত শিক্ষার জন্য উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান, উপযুক্ত পরিবেশ ও উপযুক্ত শিক্ষক যেমন দরকার; একই সঙ্গে দরকার সময়োপযোগী পাঠ্যক্রম। সময়ের প্রয়োজনে, যুগের সঙ্গে তাল মেলাতে শিক্ষাক্রম উন্নয়ন, সংস্কার বা পরিমার্জনের প্রয়োজন হয়।

এই বিভাগের আরও সংবাদ